🍁🍬






আপনাকে ভালোবাসতে, আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই!! আপনিও জানেন; যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য! ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি! থাক না যোগাযোগ বন্ধ... থাক না কিছু কথা, কিছু কথা আল্লাহ জানুক, কিছুটা কিবোর্ড জানুক, বাকিটা আমি আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকুক..!! কিছু একটা অপূর্ণ ছিল-যা কখনো পূর্ণতা পাই নি" কেউ একজন আমারও ছিল-কিন্তু সে আমার হয় নি" তারপর"..!! যাকে বহু বার দেখার পরও মন ভরে নাই" তাকে আজ বহু দিন দেখি না'..!! তোমাকে আজও পুরোপুরি ভুলে ওঠা হয়নি তুমি আছো, তুমি রয়ে গেছো... তুমি আমায় ভালোবাসোনি। এটা তোমার ভুল ছিল না। তোমার জায়গা থেকে তুমি সঠিক ছিলে। ভুল ছিল আমার। কেন জানো.? বিনা অনুমতিতে তোমাকে ভালোবেসেছি। তোমাকে না জানিয়ে সহস্রাধিক স্বপ্ন বুনেছি। ভেবেই নিয়েছি তুমি আমার। এক প্রকার ধরেই নিয়েছিলাম, তুমি কখনোই আমাকে ফেরাবে না। মনে করেছিলাম বাকি টা জীবন তুমি শুধুই আমার। এসব কিছুই ভুল ছিল। আরো ভুল ছিল কি জানো.? আমি বোধহয় জানতাম তুমি ঘৃণা করতে পারো না। তুমি অবহেলা করতে জানো না। তুমি তুচ্ছতাচ্ছিল্য করতে জানো না। তুমি অসহায় করে দিতে জানো না। তুমি অপমানের সুরে কথা বলতে জানো না। কিন্তু এসবের কোনো কিছুই তোমার অজানা ছিলো না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয়। সবকিছুই তুমি পারো। পুরো চিন্তাভাবনাই ভুল ছিলো। যা আমি ভেবেছিলাম তুমি ঠিক তার উলটো দিকেই ছিলে। 🙂🌼